ঢাকা, বাংলাদেশ সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  চিত্র বিচিত্র

৫০ হাজার বছরের কীট আজও বেঁচে আছে বরফের পেটের ভিতরে

মাঝে-মাঝে বিজ্ঞানীদের এক-একটা আবিষ্কার মানবসভ্যতাকে অনেকটা এগিয়ে দেয়। যেমন সম্প্রতি এক আবিষ্কারে তেমনই ঘটেছে।

সাইবেরিয়ান পার্মাফ্রস্ট থেকে এক-দুই নয়, ৪৬ হাজার বছর আগের একটি কীটের সন্ধান মিলেছে। সেটি দিব্যি বেঁচে!

এই অসম্ভব ব্যাপারটা সম্ভব করেছে একটি কৌশল। তার পোশাকি নাম ক্রিপ্টোবায়োসিস। ‘ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট অফ মলিকিউলার সেল বায়োলজি’র তরফে টেইমুরাস কুর্জাছিলা এই ব্যাখ্যা দেন। তিনি বলেন, এটা এমন এক পদ্ধতি যার বলে কোনও প্রাণী তার বেঁচে থাকাটায় সাময়িক হল্ট আনতে পারে।