ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  বিনোদন

ত্রিশাকে নিয়ে বাজে মন্তব্য করে মামলার মুখে অভিনেতা

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ত্রিশা কৃষ্ণানের সঙ্গে বিছানার দৃশ্য চেয়ে তুমুল সমালোচনার শিকার হয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মনসুর আলি খান। এবার সেই মন্তব্যের জেরেই মামলার মুখে পড়লেন অভিনেতা।

জানা গেছে, তামিল চলচ্চিত্র শিল্পের শীর্ষ অভিনেত্রীর বিরুদ্ধে এমন বিরুপ মন্তব্য করার জন্য কলিউড অভিনেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে নুঙ্গামবাক্কাম পুলিশ। ভারতীয় দণ্ডবিধির যৌন হয়রানিসহ দুটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

জাতীয় মহিলা কমিশনের অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।এএনআই-এর মতে, চেন্নাই পুলিশ বলেছে, ‘অভিনেত্রী ত্রিশা কৃষ্ণানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য অভিনেতা মনসুর আলি খানের বিরুদ্ধে নুঙ্গামবাক্কাম পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে। আইপিসির ৩৫৪-এ এবং ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

এর আগে একটি বিতর্কিত বিবৃতিতে মনসুর আলি খান বলেছিলেন যে, তিনি ভেবেছেন ‘লিও’ সিনেমায় একটি বেডরুমের দৃশ্য থাকবে যেখানে তিনি একজন ধর্ষকের চরিত্রে অভিনয় করবেন এবং ত্রিশাকে টেনে বিছানায় নিয়ে যাবেন যা তিনি অন্য সিনেমায় করে থাকেন।

কিন্তু কাশ্মীরে লিও-এর শুটিং চলাকালীন তিনি কখনও ত্রিশার সাথে দেখাও করতে পারেননি! অভিনেতার এই ধরনের মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। ইন্ডাস্ট্রির একাধিক তারকাও বিষয়টি নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। অভিনেত্রী ত্রিশাও তাকে ঘিরে এই ধরনের মন্তব্যের জন্য মনসুর আলি খানের সমালোচনা করে জানান, তিনি কখনোই মনসুরের সঙ্গে আর কাজ করবেন না। তাকে ঘৃনিত ব্যক্তি বলেও অভিহিত করেছেন ত্রিশা।
সামাজিক মাধ্যমেও মনসুরের মন্তব্যটি ঘিরে তোলপাড় সৃষ্টি হয়। এরপর বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশনের নেতৃরা সরব হন এবং পুলিশে অভিযোগ জানান। যার প্রেক্ষিতে মামলা দায়ের করে পুলিশ।

সূত্র : এবিপি লাইভ