ঢাকা, বাংলাদেশ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  বিনোদন

মনোনয়ন পাননি তবে আশাহত নন রুবেল-মাহিরা

বিনোদন ডেস্কঃ গতকাল দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। অভিনেতা আসাদুজ্জামান নূর, সংগীতশিল্পী মমতাজ বেগমের সঙ্গে এবার মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। সেই তালিকায় স্থান পাননি শোবিজের বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী। তালিকায় রয়েছেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল, শাকিল খান, গায়ক এস ডি রুবেল, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সিমলা, মাহিয়া মাহি ও অভিনেতা সিদ্দিকুর রহমান।
মনোনয়ন না পেয়ে তাঁদের কেউই দমে যাননি। আশা হারাননি। পরেরবার আবার মনোনয়ন চাইবেন বলেও জানিয়েছেন।

অভিনেত্রী মাহিয়া মাহি বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমার পরিবর্তে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁর হয়েই আমি প্রচারণায় অংশ নেব। এবার হয়তো আমি নবীন বলে সুযোগ পাইনি। পরেরবার নিশ্চয়ই আমাকে সুযোগ দেওয়া হবে।’
গায়ক এস ডি রুবেল বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। মনোনয়ন না পেয়ে একটু মন খারাপ হলেও মানিয়ে নিয়েছি।’
অভিনেত্রী রোকেয়া প্রাচী ও অভিনেতা রুবেলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সিমলা বলেছেন, ‘প্রথমবার মনোনয়ন চেয়েছি, হয়তো সে কারণে পাইনি। অনেক বর্ষীয়ান রাজনীতিবিদ আছেন দলে। আমাদের চেয়ে তাঁরাই বেশি মনোনয়ন পাওয়ার দাবিদার।
সিদ্দিকুর রহমান বলেন, ‘আজ [গতকাল] ছিল একটি উৎসবের দিন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। অনেক বিষয়ে কথা বলেছেন। যাঁরা মনোনয়ন পাননি, তাঁদের বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন। আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে, যেন স্বাধীনতার বিপক্ষের মানুষ কোনো সুযোগ না পায়।’