মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ও ভলাকুট ইউনিয়নের মাদকের হাট নিয়ন্ত্রনে রয়েছে কাহেতুরা গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ঋতু (৩০) ও তার মা হেনা বেগম (৫৫) এর হাতে। তাছাড়া কুন্ডা মাদক ব্যবসা নিয়ন্ত্রন করছেন তরিব হোসেনের ছেলে রাজিব হোসেন। এক অনুসন্ধানে জানাগেছে প্রতিদিন তাদের বাড়ি থেকে কয়েক হাজার টাকার মরণ নেশা ইয়াবা, গাঁজা ও চোরাই মোবাইল বেচাকেনা হচ্ছে। আর এ সমস্ত মরণ নেশা হাতের কাছে পেয়ে যুব সমাজ নষ্টের দিকে দাবিত হচ্ছে। মাঝে মাঝে পুলিশ তাদের বাড়িতে হানা দিলেও তারা থেকে যায় ধরা ছোয়ার বাহিরে। হেনার স্বামী কুখ্যাক ডাকাত পলাশ মিয়া হলেও বর্তমানে হেনা ঘর সংসার করছে ডাকাত বাবুলের সাথে। ঋতুর স্বামী সুমন মিয়া ও তার ছোট ভাই নয়ন মিয়া (২৫) কুখ্যাত ডাকাত নামে এলাকায় ব্যাপক পরিচিত। ঋতু ও হেনা ছাড়াও আলী নোয়াজ, লফু মিয়ার ছেলে শফিকুল, বেরুইন গ্রামের হুমায়ুন মিয়া ও তার ভাই আলামিন, মাজার সংলগ্ন ব্যবসায়ী আলামিন, ভলাকুটের রুবেল চেয়ারম্যানের চাচাত ভাই বাক্কি মিয়া, জালাল মিয়া, সারফান মিয়ার ছেলে আলামিন, বেরুইন গ্রামের অমরচান দাসের ছেলে নিত্যলাল দাস প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা ও চুরি ডাকাতি। তাদের অত্যাচারে অত্র এলাকার লোকজন শান্তিতে চলাফেরা করতে পারছে না। স্থানীয় ভূক্ত ভোগিরা জানায়, ঋতুর বাড়িতে মাদক, চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করতে পার্শ্ববর্তী বেরুইন, ভলাকুট, বাঘী, কান্দি, বিটুই, আন্দ্রাবহ, তুল্লাপাড়া, কুন্ডা, গুচ্ছগ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন শত শত লোক যাতায়াত করছে। এলকার স্থানীয় ও ভোক্ত ভোগিরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।