ঢাকা, বাংলাদেশ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  সারাদেশ

মাইটিভির হেড অফ নিউজ পদে নিয়োগ পেলেন এম এ কাদের

মোঃ আব্দুল হান্নানঃ মাইটিভি লিঃ এর হেড অফ নিউজ হিসেবে যোগ দিয়েছেন এম এ কাদের। ৮ই ফেব্রুয়ারী ২০২৪ রোজ বৃহস্পতিবার হেড অব নিউজ হিসেবে যোগ দেন তিনি।

এম এ কাদের দীর্ঘদিন যাবৎ মিডিয়ায় গুরুত্বপূর্ণ পদে বেশ অভিজ্ঞতার সাথে কাজ করে আসছেন।
এম এ কাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন মিডিয়ায় সিনিয়র রিপোর্টার,স্টাফ রিপোর্টার,ক্রাইম রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, নিউজ এডিটর ও নির্বাহী সম্পাদকের পদে সততার সাথে দায়িত্ব পালন করছেন এবং ব্যবস্হাপনা সম্পাদক পদে দীর্ঘ ৮ বছর ধরে দায়িত্ব পালনের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া এম এ কাদের মাইটিভিতে টানা ৬ বছর রিপোর্টিং-এ কাজ করেছেন। পরিশেষে মাইটিভি লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বিলকিস জাহানের অধীনে হেড অফ নিউজ হিসেবে যোগদান করেন৷

বিলকিস জাহানের পরিচালনায় মাইটিভি লিমিটেড নতুন মাত্রায় সম্প্রচার শুরু করার লক্ষ্যে নিয়োগ প্রকাশ করায় উক্ত পদে আবেদন করেন এম এ কাদের। আবেদনের পরিপ্রেক্ষিতে হেড অফ নিউজ নির্বাচিত হয়ে দায়িত্ব পালনও শুরু করেছেন৷ তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃতি সন্তান।

মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর বিলকিস জাহান কে সিলেটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংবাদিক মহলসহ সচেতন মহলের বিশিষ্ট ব্যক্তিগণ।