কুয়েত প্রতিনিধি ।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা কর্তৃক বর্ণাঢ্য আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল পাটোয়ারীর সভাপতিত্বে খাইতান এর রাজধানী হোটেলের বলরুমে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুয়েতের প্রায় ২ লক্ষ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কুয়েত শাখা। কুয়েতে অবস্থানরত হাফেজগণ পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ও বিজয়ীদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয় ।বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কুয়েত শাখার পক্ষ থেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি এবং পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করেন জনাব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হক, কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাউসার সিকদার, কুয়েত শাখার সহ সভাপতি ইউনুস মাহমুদ, আ ক ম আজাদ, কবি আজাদ নুর প্রমুখ।
ধর্মীয় ভাবগাম্ভীর্যেরের সঙ্গে প্রাণবন্ত উপস্থাপনা করেন কুয়েত শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক ও আবু নাসের খালেক।কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।