ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  বিনোদনলাইফ স্টাইল

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। গতকাল সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চাউর হয়, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু এ নিয়ে নীরব ছিলেন অভিনেত্রী। শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে গুঞ্জনকে সত্য বলে জানান হিনা। এরই মধ্যে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন নিজেই।

ইনস্টাগ্রাম বিবৃতিতে হিনা খান লিখেছেন, চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসেন, সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করছি। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত, এখন তা স্টেজ থ্রিতে রয়েছে। এমন একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, আমি ভালো আছি। ক্যান্সারমুক্ত হওয়ার বিষয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। এরই মধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যান্সারমুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও আমি প্রস্তুত।

বিবৃতিতে হিনা আরও বলেন, ‘আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, এই সময়ে আমার প্রাইভেসি রক্ষায় সহযোগিতা করুন। আমার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, টিভি সিরিয়ালে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন হিনা। পরে কয়েকটি রিয়্যালিটি শোতে কাজ করে সিনেমাতেও অভিনয় করেন।