দৈনিক সংকেত ডেক্স
যে সম্পর্কে অধিকার খাটানো যায় না, আবদার করা যায় না, সেখানে অভিমান শব্দটা খুবই ঠুনকো।
অভিমান আমরা তার উপর করি যাকে আমরা ভালোবাসি, আবদার আমরা তার উপরই করি যে আমাদের ভালোবাসে।
ভালোবাসা থেকেই অধিকার সৃষ্টি হয়, অধিকার হলো একটা সম্পর্কের পিলার, সম্পর্কে অভিমান, আবদার, বিশ্বাস, অপেক্ষা আর যা যা বাকি শব্দ আছে সবটার মধ্যে ঘিরে থাকে এই একটা অধিকার নামক শব্দ।
অধিকার বিহীন সম্পর্ক অনেকটাই অচল, ঠিক পিলার বিহীন কোনো এক ঘরের মত।
সম্পর্কে অধিকার যদি একবার হারিয়ে যায় তখন কেউ কোনো কিছুর তোয়াক্কা করে না, আগের মত আগলে রাখতে চায় না কেউ কাউকে।
কারন তারা জানে এসব রাগ অভিমানের তখন কোনো দাম থাকবেনা, কেনই বা অভিমান করবে, কার ওপর করবে রাগ,
যেখানে আর বিপরীত পাশের মানুষটার ওপর কোনো অধিকার ই নেই তার।
এভাবে একটা সম্পর্ক প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যায়।
যেখানে প্রিয় মানুষটির সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও ফোনে কথা বলার সময় স্কিনশট সংরক্ষণ করে রাখে।
অতঃপর সেই মানুষটি একদিন অভিমান বিহীন একা বাঁচতে শিখে যায়।