শফিকুর রহমান শাহিন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় তরুণী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সেই উপজেলার চান্দুরা ইউপির কালীসীমা গ্রামের মহরম আলী মিয়া ও রুকিয়া বেগমের মেয়ে মেঘলা (১৬)
সোমবার ১৪ অক্টোবর সকাল ৯ টায় পরিবারের সদস্যদের অগোচরে বিষ পান করে ছটফট করতে থাকে এ সময় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তীতে হবিগঞ্জ জেলার মাধবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালের প্রেরণ করে , ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শহীদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কি কারনে সে বিষপান করেছে তা জানা যায়নি তবে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যেতে পারে।