ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়া শান্তিবাগ এলাকায় অবস্থিত মসজিদে আমীরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়৷ শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুমা মধ্যপাড়া শান্তিবাগ পোয়াপুকুর পাড় সংলগ্ন মসজিদে আমীরের নির্মাণ কাজ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহ সভাপতি অ্যাড. তরিকুল ইসলাম রোমা, জেলা যুবদলের সহ সভাপতি আশিকুল ইসলাম সুমন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিবাগ মসজিদে আমীরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, মসজিদে আমীরের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আবদুস সামাদ৷
মসজিদে আমীরের নির্মাণ কাজের জন্য তহবিল গঠন করা হয়েছে৷ দেশ ও প্রবাস থেকে বিকাশ, নগদ ও ব্যাংকের মাধ্যমে সবাই নিজ সামর্থ্য অনুযায়ী অর্থ পাঠিয়ে এ মসজিদ নির্মাণ কাজে সহযোগী করতে পারেন৷ বিকাশ ও নগদ নাম্বার- ০১৭৬২৫৫৪৭৭১, ব্যাংক একাউন্ট নাম্বার- (সোনালী ব্যাংক পিএলসি, ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখা – ১৪০৪৩০১০৩৪৩৬৭)
এসময় প্রধান অতিথি বলেন, আমি ধন্যবাদ জানাই এমন একটি মহৎ কাজের জন্য৷ সে সাথে যারা এ কাজের সাথে জড়িত আছে তাদেরও ধন্যবাদ জানাই৷ এবং আমি তাদের আস্বস্ত করতে চাই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এই মহৎ কাজের জন্য পাশে থাকবো ইনশাল্লাহ৷
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম শিশির, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মনির, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আহমেদ, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ রমজান মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ ইউসুফ মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মহসিন হৃদয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল খান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান সোহেল, জেলা যুবদলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সেকুল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী নাসিম আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ওসমান মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আপেল, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি এনায়েত হোসেন শিশু মিয়া, ৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, বর্তমান সিনিয়র সহ সভাপতি আবুল খায়ের মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম৷
এসময় দোয়া পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের৷
এলাকাবাসী ও মসজিদ নির্মাণ কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কাউসার, মোঃ আরিফ মিয়া, মোঃ মনির হোসেন, মোঃ মিজানুর রহমান, মোশারফ হোসেন বাবু, মোঃ রফিকুল ইসলাম, আওয়াল মিয়াো মোঃ হাকিম মিয়া, মোঃ আকাশ, শাহেদ মিয়া মোঃ মাহবুবুর রহমান, মাওলানা দেলোয়ার, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা হোসাইন আহমেদ, মুফতি একলাছুর রহমান, মোঃ মামুন, রাশেদ, ইমরান, কাউসার প্রমুখ৷