মো.ফখরুদ্দিন সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা বিএনপির অঙ্গসংঘটনের নেতা কর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবগঠিত বিএনপির ৩২ সদস্যের আহবায়ক কমিটিকে স্বাগত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আজ বুধবাবার (৬ নভেম্বর) বিকালে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় আলহাজ্ব মো: আনিছুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, বিএনপি নেতা মাখন মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী শাহ আলম খন্দকার, উপজেলা জাসাস এর সভাপতি রিপণ ঠাকুর, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জামাল হোসেন লস্কর ও সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ প্রমুখ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক জিয়া কে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সকল নেতা কর্মীদের সমন্বয়ে ৩২ সদস্যের একটি সুন্দর আহবায়ক কমিটি উপহার দেওয়ায় আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে
সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপি নেতা রফিকুল ইসলাম মানিক মাস্টার, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক আতিকুর রহমান বকুল, বিএনপি নেতা আবুল কাসেম, রানা আহমেদ জিল্লু, শিপন মিয়া, আতিকুল ইসলাম শোয়েব, আবুল হোসেন, আলমগীর মিয়া, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সৈয়দ জাকির, উপজেলা নবীন দলের সভাপতি অনিক হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।গত সোমবার (৪ নভেম্বর) এড. আব্দুল মান্নানকে আহবায়ক ও সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব করে ৩২ সদস্যবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল, হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, নুরে আলম সিদ্দিকী, এড: তরিকুল ইসলাম রুমা, বেলাল উদ্দিন সরকার তুহিন, আবু শামিম মো: আরিফ, মো: আসাদুজ্জামান শাহীন, এড: এ কে এম কামরুজ্জামান মামুন, কাউছার কমিশনার, আলহাজ্ব মো: আজিম, মাসুদুল ইসলাম মাসুদ, এড: শামসুজ্জামান চৌধুরী কানন, মাইনুল হোসেন চপল, এইচ এম বাশার, শফিকুল ইসলাম, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, আহসান উদ্দিন খান শিপন, তরুণ দে, মো: আল আমিন লিটন, মো: সালা উদ্দিন, তানিম শাহেদ রিপণ, আরমান উদ্দিন পলাশ সাবেক জিএস, আলহাজ্ব মো: মাহিন, আশরাফুল করিম রিপন, মজিবুর রহমান মন্টু, আবুল কালাম, নাছির আহমেদ, এড: জালাল উদ্দিন ও কবির আহমেদ ভূঁইয়া।