ঢাকা, বাংলাদেশ সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  অপরাধ জগতসারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদ সহ  গ্রেফতার ২ 

মোঃজিয়াউল হক,  শেরপুর
শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)
গতকাল বুধবার রাতে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে এই দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাত নয়টার দিকে মাদক ‌বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্য উপজেলার চারআলী বাজারে অবস্থান নেয় থানা পুলিশের একটি দল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দাওধারা কাটাবাড়ি থেকে চারআলীগামী একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণে ভারতীয় মদ পাচার হচ্ছে। পরে পুলিশ অভিযান চালালে মাইক্রোবাস ফেলে মাদক কারবারিরা পালিয়ে যেতে চেষ্টা করে।
তখন আশরাফুল ও আলী হোসেন নামে দুইজনকে ৭৭৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ আটক করা হয়।
এসময় আপেল নামে আরেক আসামি পালিয়ে যায়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা।
এই বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার  দিদারুল ইসলাম বলেন,৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।