ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তার জায়গার বিরোধ নিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪ জন আহত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শুকতারা (২৫) একই এলাকার মৃত সুমন মিয়ার স্ত্রী। তাকে গুরুত্বর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এছাড়াও রিপা (২০), লিটন (৩৫) ও রবিউল (৩৫) নামের আরও ৩ জন আহত হয়েছে।
আহত শুকতারা বলেন, রোববার সকালে বিল্ডিংয়ে কাজ করতে গেলে স্থানীয় মাদক ব্যবসায়ী জালামিন, শরীফ, আলামিন ও ইমন বাধা দেন৷ পরে প্রতিবাদ করলে তারা সবাই এসে অতর্কিত ভাবে শুকতারার উপর হামলা করে এবং পিটিয়ে গুরুত্বর ভাবে জখম করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রৌশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারির একটি ঘটনা ঘটেছে৷ অভিযোগের প্রেক্ষিতে আইনী সহযোগিতা দেওয়া হবে৷