মোঃ আব্দুর হান্নান,ব্রাহ্মণবাড়িয়া
৭ ডিসেম্ভর জেলার নাসিরনগর উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন। পরে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভুমি কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর সরকারি কলেজে অধ্যক্ষ মোঃ রমজান আলী,অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন তুহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী,আব্দুল মোতালেব,আব্দুল কাদের, মোঃ রফিজ মিয়া,নুরুল ইসলাম, নাসিরনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছমত আলী ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, আব্দুস সহিদ, ইসলাম, সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা গোলাম মোহাম্মদ।
১৯৭১ সালের এই দিনে নাসিরনগর থানা অভ্যন্তরে পাকিস্তানি পতাকা নামিয়ে আকাশে উড়িয়েছিল লাল সবুজের পতাকা।১৯৭১ সালের ১৫ ই নভেম্বর পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর আলসামস বাহিনীর সহযোগিতায় উপজেলার কুলিকুন্ডা,ফুলপুর,নুরপুর, নিশ্চিন্তপুর, তিলপাড়া,শিংহগ্রাম গ্রাম বাসীর উপর নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতনে বহু লোক নিহত আহত হয়।
মুক্তিযোদ্ধা সংগ্রামী জনতা ৭ ডিসেম্বর নাসিরনগর থানা অভ্যন্তরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগর কে হানাদার মুক্ত করেন।নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম জানান নাসিরনগর মুক্ত দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও আলোচনা সভার আয়োজন করা হয়।