ঢাকা, বাংলাদেশ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নবনিযুক্ত আবাসিক মেডিক্যাল অফিসার কাজী সানজিদাকে

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবনিযুক্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: কাজী সানজিদা হককে ফুলেল শুভেচছা জানিয়েছেন৷
রোববার (১৫ ডিসেম্বর) সকালে আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকীর পক্ষে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কাজী সানজিদা হককে ফুলেল শুভেচছা জানান।
এসময় জেলা যুবদল নেতা রাজিব আহমেদ ও কামাল মিয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি গত বুধবার (১১ ডিসেম্বর) সকালে নতুন কর্মস্থলে যোগদান করেন৷ পরে হাসপাতালে চিকিৎসা-নার্স ও কর্মকর্তা-কর্মচারী ফুলেল শুভেচছা জানান।
গত (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ দেয়া হয়। তিনি এর আগে কুমিল্লা মেডিক্যাল কলেজের (আরএস- গাইনী) হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন৷
ডাঃ কাজী সানজিদা হক (রুমকি) ১৯৮৭ সালে পুরান ঢাকার নারিন্দায় একটি সুনামধন্য ও মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবার নাম আল-হাজ্ব কাজী মোঃ সামছুল হক এবং মায়ের নাম কাজী ইসমত আরা হক! তিনি ২০০৩ সালে বিসিআইসি কলেজ থেকে জিপিএ-৪.৮৮ পেয়ে এসএসসি ও ২০০৫ সালে হলিক্রস কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন।
২০০৫ সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হন এবং ২০১১ সালে এমবিবিএস পাস করেন। উনি ২০১৪ সালে ৩৩তম বিসিএস এ মেধাক্রম-৫৪২ হন এবং কুমিল্লার বারুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সরকারী চাকুরিতে যোগদান করেন।
উনি ২০১৭ সালের এমএস (অবস্ এন্ড গাইনি) কোর্সের তীব্র প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সারা বাংলাদেশ নির্বাচিত ৩ জন সরকারি চিকিৎসকের ১ জন হিসাবে বিএসএমএমইউ এর এমএস (অবস্ এন্ড গাইনি) কোর্সে ভর্তি হন! তিনি ২০২২ সালে বিএসএমএমইউ থেকে অবস্ এন্ড গাইনী বিষয়ের উপর উচ্চতর ডিগ্রি এমএস সম্পন্ন করেন। তিনি বাংলাদেশে প্রথম ইউরোপিয়ান ফেলো হিসেবে ২০২৩ সালে অবস্ এন্ড গাইনি বিষয়ে বিদেশি উচ্চতর ডিগ্রি ইউরোপিয়ান ফেলো অফ অবস্টেট্রিক্স এন্ড গাইনেকোলজি (ইএফওজি) অর্জন করেন৷
তাছাড়াও দেশে-বিদেশে গাইনীর উপরে একাধিক উচ্চতর ডিগ্রি এর অধ্যয়ন চলমান আছে। চাকুরি জীবনে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পদে সেবা দিয়ে এসেছেন৷ তার সর্বশেষ কর্মস্থল কুমিল্লা মেডিকেল কলেজ এবং হাসপাতাল৷ উনার স্বামী ডাঃ মোঃ আশরাফুল আলম (স্বপন), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
তার একমাত্র ছোট বোন ডাঃ কাজী সাদিয়া হক (রিমি) ইন্টারনাল মেডিসিন বিষয়ে ঢাকা মেডিকেল কলেজে এমডি কোর্সে অধ্যয়নরত৷