ঢাকা, বাংলাদেশ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে লোকনাথ দিঘী (টেংকেরপাড়) মাঠে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে রোগীদের চিকিৎসা ও ঔ

ষধ বিতরণ করেন। একই সঙ্গে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার চেকআপসহ রোগীদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

ডক্টরস ফোরাম (এনডিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ডা এম এ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন, এনডিএফ এর উপদেষ্টা গোলাম ফারুক, মোবারক হোসাইন আখন্দ ও ডা. মো শফিকুল ইসলাম, এনডিএফ এর সহ সভাপতি ডা. ফরিদ উদ্দিন।
আয়োজকরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্জারি, অর্থোপেডিকস, নিউরো, মেডিসিন, গাইনি, ইএনটি, কার্ডিওলজি, নেফ্রোলজি ও শিশু বিভাগের বিশেষজ্ঞরা চিকিৎসকরা ৮ শতাধিক রোগিকে চিকিৎসাপত্র প্রদান করেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৮ বিভাগে চিকিৎসা দেন, মেডিসিন ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. আলমগীর হোসেন, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. রায়হান উদ্দিন ভুইয়া, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. ডালিয়া, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শাহিন, রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডা. ইসহাক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. তৈয়বুর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. আব্দুল কাদির নোমানসহ অন্যান্য ডাক্তার ও মেডিক্যাল স্টুডেন্ট।