মোঃ ফখরুল
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নোয়াগাও ইউনিয়ন এর চৌরাগুদা গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ১৮ ডিসেম্বর বিকালে, বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। সরাইল প্রেস ক্লাবের সাংবাদিক জহিরুল হকের সসঞ্চালনায় শফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল প্রেস ক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার।
তিনি বন্ধু ফাউন্ডেশন এই ভালো কাজের জন্য বন্ধু ফাউন্ডেশন সকল সদস্যদের কে অভিন্দন জানান এবং এই মোহিত কাজ চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান।
আরও বক্তব্য রাখেন সরাইল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম, হাদিস মাস্টার, সাংবাদিক মবিন, ফাইজুল ইসলাম, প্রমুখ