দৈনিক সংকেত ডেস্ক
আপনি কার প্রিয়জন আর কার প্রয়োজন এই দুটো বিষয় বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবে না।
প্রিয়জন একজনের বেশি হয় না, প্রয়োজন হয় অনেকের .যে মানুষটা আপনাকে প্রিয়জন মনে করবে সে কখনো তার নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে না। বরং সব সময় আপনার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে।
অপরদিকে যার কাছে আপনি শুধুই প্রয়োজন, তাকে আপনার প্রয়োজনে আপনি পাবেন না . প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না, বরং মানুষটা সময় দেয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে।
সময় তার কাছেই চাইতে হয় যার কাছে আপনি শুধুই প্রয়োজন মাত্র, কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা আপনাকে সময় দিতে পারবে না।
ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয়। কারণ আপনি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে আপনার পাশে থাকবে, আর আপনি যার প্রিয়জন সে সব সময় আপনাকে আগলে রাখবে।
মানুষ প্রয়োজনে পাশে থাকে, আর আগলে রাখে প্রিয়জন. প্রয়োজন একসময় শেষ হয়ে যায়, তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না।
অথচ কারো প্রিয়জন হতে পারলে, কখনোই মানুষটা হারায় না, আগলে ধরে রাখে . প্রিয়জন হয়ে সব সময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার, যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না।
বরং সারাজীবন শক্ত করে ধরে রাখবে. যার প্রায়োরিটির লিস্টে মানুষটা থাকবে .কারো প্রায়োরিটির লিস্টে থেকে রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার . যেখানে অন্য কারোর রাজত্ব চলে না।
মানুষটা থাকে একান্তই নিজের. এভাবেই কারো প্রিয়জন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কিছুই প্রয়োজন পড়ে না।
জীবনে কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না, কঠিন কারো প্রিয়জন হয়ে থাকাটা . প্রয়োজন বদলে যায় কিন্তু প্রিয়জন বদলায় না।