ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  লাইফ স্টাইল

মানুষ কখন, কেন, কি উদ্দেশ্য

দৈনিক সংকেত ডেস্ক; মন্তব্য  করছে তা বোঝা মুসকিল, যেমন-মদ বিক্রেতাকে কেউ জিজ্ঞেস করে না মদে পানি মিশিয়েছে কি না, কিন্তু দুধ বিক্রেতাকে ঠিকই সন্দেহ করে পানি মিশিয়েছে ভেবে।
কেউ সরকারি চাকরি না পেলে ভাবি তার যােগ্যতা নেই। আবার কেউ চাকরি পেয়েছে শুনলে জিজ্ঞেস করি- ঘুষ কত দিতে হয়েছে?
কেউ সাহায্য না করলে নিষ্ঠুর বলি। আবার কেউ আগ বাড়িয়ে সাহায্য করতে এলে সন্দেহ করি – লােকটার মতলব কী!
আপনি কম দামি মােবাইল ব্যবহার করলে লােকে ডাকবে কৃপণ। আর দামী মােবাইল ব্যবহার করলে মুখে ভেংচি কেটে বলবে- ফুটানি কত!
 দূর এলাকার ছেলেটি গুগলে জব করছে শুনলে প্রশংসা করে বলি ছেলের মেধা আছে; অথচ পাশের ঘরের ছেলেটি গুগলে জব করার প্রস্তুতি নিচ্ছে শুনলেও ভাবি চাপাবাজি।
কারণ আমাদের ধারণা সফল ব্যক্তিরা পাশের গ্রামে জন্মায়, পাশের এলাকায় জন্মায় কিন্তু নিজের ঘরে জন্মায় না। কাছের মানুষ যে ভালাে কিছু করতে পারে তা বিশ্বাস করতেই আমাদের কষ্ট হয়। আমাদের মানসিকতা নেগেটিভ ভাইরাসে ভরপুর যা করােনার সংক্রামক।
বিশ্বাস করুন, পুরা পৃথিবীতে আপনার মত দ্বিতীয় কেউ নেই। আপনি চাইলেই সফল মানুষদের একজন হতে পারেন।
আপনি যা-ই করেন, কিছু লোক পিছু কথা বলবেই! অতএব, লোকের কথায় কান না দিয়ে, এগিয়ে যান দুর্বার গতিতে। ইনশাআল্লাহ আজ না হয় কাল সফলতা আসবেই।