সাইদুল মোস্তাক জুয়েলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িতে আগুন ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ ওঠে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আজ সকাল থেকে তেরকান্দা গ্রামের চান্দার বংশ ও বারেকের বংশের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা চলে এ সংঘর্ষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনীও সেখানে যায়।