ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতা সোহাগ গ্রেফতার

মোঃ সাইদুল মোস্তাক জুয়েলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহাগ আহমেদ (২৮) কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের উত্তর মৌড়াইল এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। সোহাগ আহমেদ নাসিরনগরের মছলন্দপুর এলাকার মৃত নান্নু মিয়া ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাতে উত্তর মৌড়াইলের হোটেল জমজম থেকে সোহাগকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আটক করে পুলিশকে জানান। পরে পুলিশ সোহাগকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। রাজনৈতিক মামলায় আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।