ঢাকা, বাংলাদেশ শুক্রবার ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  ব্রাহ্মণবাড়িয়া

অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ একজনকে সাজা

মোঃ ফখরুদ্দিনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো মোশাররফ হোসাইন এর নেতৃত্বে অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

কৃষি জমি থেকে একদল ভূমি দস্যু ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে। অভিযানের টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অপরাধী গ্রুপের একজন সদস্য কে আটক করে এবং মাটি ভর্তিসহ একটি ট্রাক জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়।