ঢাকা, বাংলাদেশ শুক্রবার ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় আল-আবরার হজ্ব ও ওমরা কাফেলার উদ্যোগে হাজী সম্মেলন ও হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

 মোঃ ফখরুদ্দিনঃ ব্রাহ্মণবাড়িয়ায় আল-আবরার হজ্ব ও ওমরা কাফেলার উদ্যোগে হাজী সম্মেলন ও হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে আল-আবরার হজ্ব ও ওমরা কাফেলার পরিচালক ও হজ্ব মুয়াল্লিম কারী হাফেজ আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাদেম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. এস. এইচ খাদেম দুলাল। মোগড়া তালিম ও সুন্না মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ হোযাইফা শাহীন এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ভৈরব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক, মাওঃ মুফতী হেদায়েত উল্লাহ সিরাজী, মাওঃ সগীর আহমেদ, মাওঃ সাইফুল ইসলাম, মুফতী বেলায়েত হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাদেম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. এস. এইচ খাদেম দুলাল পবিত্র হজ্ব পালনের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বলেন, হজ্ব পালন ধর্মপ্রান মুসল্লিদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হজ্ব পালনের মাধ্যমে একজন মুসলমান সকল লোভ, হিংসা এবং আমিত্বকে বিসর্জন দিয়ে একজন প্রকৃত নিষ্পাপ মানুষ হয়ে ফিরে আসে। তবে এই হজ্ব পালন করতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এজন্য এক মনে, এক জ্ঞানে মহান আল্লাহর ইবাদত করতে হবে। তবে হজ্ব পালনে শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই হজ্ব পালনের পূর্বে প্রত্যেক হাজীকে পবিত্র হজ্ব পালনের নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে জানতে হবে। বিশেষ করে প্রত্যেক হাজীকে ধৈর্য্যশীল হতে হবে এবং মক্কা শরীফের পবিত্রতা রক্ষায় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকার আহবান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৪০ জন হজ্ব যাত্রী অংশগ্রহন করেন। পরে বিগত সময়ে হজ্ব পালন করা হাজীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৪ মে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রনকারীরা হজ্ব যাত্রার উদ্দেশ্যে রওনা হবেন।