ঢাকা, বাংলাদেশ শুক্রবার ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেস ট্রেনে ঢিল, জানালা ভাংচুর

মো: কেফায়েত উল্লাহ শরীফ; আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত উপকূল এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় রেলওয়ে স্টেশনে ঢোকার আগ মুহুর্তে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের গ নম্বর বগির জানালার কাঁচ ভেঙ্গে যায়।
উপকূল ট্রেনের স্টুয়ার্ড ম্যানেজার বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে থাকতে শিমরাইলকান্দি এলাকায় কে বা কারা বাইরে থেকে ঢিল ছুঁড়ে।
জানালার গ্লাস ডাবল থাকায় এতে হতাহতের কোনো ঘটনাট ঘটেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশকে পাঠানো হয়েছে। রেল পুলিশের পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে।