সাইদুল মোস্তাক জুয়েলঃ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কারাগারে মোঃ ফজলুর রহমান-(৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত মোঃ ফজলুর রহমান জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, ফজলুর রহমান গত ১১ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি হত্যা মামলায় হাজতি হিসেবে ছিলেন। সকালে বুকে ব্যথা উঠলে ফজলুর রহমানকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।