ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  লাইফ স্টাইল

বেটার অপশন পেয়ে  নিঃস্বার্থ ভাবে 

 দৈনিক সংকেত ডেস্কঃ আপনি বেটার অপশন পেয়ে আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে এমন কাউকে ছেড়ে দিবেন? একদিন না একদিন সে মানুষটার শূন্যতা আপনি অনুভব করবেন। করবেনই।
একটা কথা আছে যে, সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানেনা, কথাটা শতভাগ সত্যি।
আপনাকে কেউ নিজের থেকেও বেশি ভালোবাসে, আপনাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে ঘুমোতে দেয় না, সবসময় আপনাকে হারানোর ভয় করে, একটু সময় কথা বলার জন্য মরিয়া হয়ে উঠে।
এমন মানুষকে আপনি স্বেচ্ছায় হারালেন মানে আপনি নিজেই নিজের সাথে বেইমানি করলেন। আপনার প্রতি তার এত দুর্বলতা দেখে আপনি যা ইচ্ছা তাই করেন, পাত্তা দিলেন না, হারানোর ভয় করলেন না, ধরে রাখার চেষ্টাটুকু করলেন না।
একদিন হলেও এর ফল ভোগ করবেন। শুধু সময়ের অপেক্ষা। সময় কাউকে ধোঁকা দেয় না, প্রকৃতি কখনো তার ঋণ রাখে না, প্রকৃতি ঠিকই তার প্রতিশোধ নিয়ে দিবে।
সে মানুষগুলো ভিতরে ভিতরে মরে গেলেও একদিন তারা অনুভূতি নিয়ন্ত্রণ করা শিখবে, তারা আর আপনার একটু সময় পাওয়ার জন্য অপেক্ষা করবে না।
একতরফা ভালোবেসে যাওয়া মানুষগুলোর দুঃখ কেউ বুঝে না, এই দুঃখ প্রকাশ করা যায় না। নিঃস্বার্থভাবে একতরফা ভালোবেসে যাওয়া মানুষগুলো ভালো থাকুক