মোঃজিয়াউল হক, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে সংরক্ষিত বনভূমিতে বন্য হাতির নিরাপদ চলাচল ও আবাসস্থল রক্ষায় অভিযান চালিয়েছে বন বিভাগ।
সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের আওতাধীন মালাকোচা ও কর্ণঝোড়া বিট এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা ৩৫টি সবজি বাগান উচ্ছেদ করে প্রায় ৩০ একর বনভূমি পুনরুদ্ধার করা হয়।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এ.এস.এম জহির উদ্দিন আকনের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ ও শেরপুর জেলা সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে ও বালিজুরি রেঞ্জ সার্বিক সহযোগীতায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক এস.বি. তানভীর আহমেদ ইমন। তার নেতৃত্বে বালিজুরী সদর, মালাকোচা ও কর্ণঝোড়া বিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধ সবজি চাষ সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়। বন্য হাতির চলাচলের পথে থাকা জিআই তার অপসারণ এবং স্থাপিত জেনারেটর ভেঙে ফেলা হয়।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণীর খাদ্য ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অভিযানে আরও অংশ নেন রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, কর্ণঝোড়া, সদর ও মালাকোচা বিট কর্মকর্তা আব্দুর রাকিব, গজনী বিট কর্মকর্তা মো. সালেহীন নেওয়াজ, তাওয়াকুচা বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ শাহীল,প ইআরটি প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি ও সচেতন নাগরিকবৃন্দ।