ঢাকা, বাংলাদেশ শনিবার ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  ব্রাহ্মণবাড়িয়া

অবৈধ দখলদারদের কবল থেকে বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক জায়গা উদ্ধার

মোঃ সাইদুল মোস্তাক জুয়েলঃ ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে অবৈধ দলখদারসহ স্থাপনা উচ্ছেদ করে সরকারি প্রতিষ্ঠানের ৫৮শতক জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের মেড্ডা এলাকায় অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারী এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

স্থানীয় লোকজন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা শহরের মেড্ডা এলাকায় বক্ষব্যাধি ক্লিনিক অবস্থিত। সরকারি এই ক্লিনিকের পাশেই মেড্ডা বাজার ও পূর্বদিকে তিতাস নদী। দীর্ঘ প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে নিম্ন আয়ের পেশাজীবিসহ স্থানীয় লোকজন বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক জায়গা দখল করে থাকার জন্য পাকা স্থাপনার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে একটি উচ্ছেদ মামলা করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার গত ২৮ এপ্রিল অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আদেশ দেন। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত দিক-নির্দেশনা প্রদানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারীকে নির্দেশ দেন।
শুক্রবার সকাল নয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা মেড্ডা এলাকায় উপস্থিত হন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সিভিল সার্জনের অধীনে কর্মরত জেলার প্রায় ৩০জন স্বাস্থ্যকর্মী সেখানে উপস্থিত হন। সকাল থেকে দুপুর পর্যন্ত বক্ষব্যাধি ক্লিনিকের আশপাশ ও মেড্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে দখলকৃত জায়গা উদ্ধার করা হয়।
সরকারি প্রতিষ্ঠানের ৫৮শতক জায়গায় থাকা বিভিন্ন অবৈধ দখলদার ও বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এ ব্যাপারে সিভিল সার্জন নোমান মিয়া বলেন, দীর্ঘ প্রায় ৬০-৭০বছর ধরে বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮শতক জায়গা স্থানীয়রা অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে বসবাসহ ব্যবসা পরিচালনা করে আসছিল। দীর্ঘ বহু বছর পর জায়গাটি উদ্ধার হয়েছে।