ঢাকা, বাংলাদেশ শনিবার ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  অপরাধ জগত

৪৫০ বোতল স্কপ সিরাপ ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার:১

মোঃ কেফায়েত উল্লাহ শরীফঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৪৫০ বোতল স্কপ সিরাপ ১২ কেজি গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন এ্যাপাচি আরটিআর- ১৬০ সিসি মোটর সাইকেল উদ্ধারসহ ১ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।

বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ ও নুরুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে শুক্রবার (২ মে) ২.০৫ ঘটিকায় এসআই মশিউর রহমান খান, এসআই নাফিজুল ইসলাম, এএসআই হাসান মাহমুদ আবদীন ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হইতে নোয়াগাঁও (নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে ভূঁইয়া বাড়ী), ইউপি পত্তন, বিজয়নগর উপজেলা রোকন উদ্দিন ছেলে মো: নূরুল হক ভূঁইয়া (৪০), আটক করতে সক্ষম হয়।
তাহার নিকট থেকে ৪৫০ বোতল স্কপ সিরাপ, ১২ কেজি গাঁজা, পরিবহনে ব্যবহৃত ১ টি এ্যাপাচি মোটর সাইকেল জব্দ করে।
উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অভিযান পরিচালনা চলমান রয়েছে।