ঢাকা, বাংলাদেশ বুধবার ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১

 মোঃ জিয়াউল হক,শেরপুরঃ
 শেরপুরের নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয়  ৮৩ বোতল  মদসহ মো. শহিদুল ইসলাম (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১জুলাই) দিবাগত রাতে উপজেলার বারোমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম ঢালুকোনা এলাকার বাসিন্দা।
 গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাতে দাওধারা ফরেস্ট অফিসের পাশের জঙ্গলে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৮০ বোতল মদ সহ শহিদুল ইসলামকে আটক করলেও অন্যান্য আসামীরা পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সোহেল রানা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সেইসাথে পলাতক অন্যান্য আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।