সাইফুল ইসলাম, আশুগঞ্জঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২ হাজার ৫০০ কেজি ভারতীয় গরুর মাংসসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার-(৩৬) ও একই উপজেলার ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল-(২০)। রোববার রাতে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০ কেজি গরুর মাংস জব্দ করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এই মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে।
মান যাচাই ব্যতিত ফ্রিজিং না করেই ট্রাকে করে মাংস পরিবহন করা হচ্ছিল। চোরাই পথে আনা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁতে বিক্রি করে অসাধু চক্র। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।