ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  অপরাধ জগত

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর বাবাকে হত্যাচেষ্টা মামলার আসামী ছেলে গ্রেফতার

সাইদুল মোস্তাক জুয়েলঃ 
ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর পারিবারিক সম্পত্তির দখলে বাবাকে হত্যাচেষ্টা মামলার আসামী ছেলে মাসুককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
মামলার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তারাউল্লা গ্রামের মোঃ ধনু মিয়ার দুই স্ত্রীর সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে এবং ১ মেয়ে রয়েছে ও দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ৩ মেয়ে আছে। সে দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি করে দিয়েছে এবং তার ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে বসবাস করতেন। সে তার প্রথম পক্ষের ছেলেদের অংশ তাদেরকে বুঝিয়ে দেন এবং তাদের আর কোন পাওনা নাই।
তারপরেও বিবাদীরা ভিকটিমকে বন্দের জমি দলিল করে দেওয়ার জন্যে চাপ দেয়। কিন্তু তাতে ভিকটিম রাজি না হওয়ায় বিবাদীর সাথে কথা কাটাকাটি হয়। এরই প্রেক্ষিতে গত  ২৬ জুলাই আনুমানিক সকাল ১০.০০ ঘটিকার সময় তারাউল্লা বাজারে যাওয়ার পথে বিবাদীরা স্থানীয় মসজিদের সামনে ভিকটিমকে হাত, পা ও বুকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরবর্তীতে ভিকটিমের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্ত্যব্যরত ডাক্তার ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে রেফার্ড করেন।
পরে ভিকটিম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার প্রেক্ষিতে আসামীদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি- ৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গত ১১ আগষ্ট আনুমানিক রাত ১৯:১০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা বাজার অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মামলার মূলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করতে বাবার হাত-পা ভেঙ্গে রগ কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী – মাসুক মিয়া (৩০), পিতা- মোঃ ধনু মিয়া, তাবাউল্লা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।