ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  অপরাধ জগত

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেফতার 

সাইদুল মোস্তাক জুয়েলঃ 
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি যৌথ আভিযানিক দল গত ১৪ আগস্ট আনুমানিক রাত ২০:৫০ ঘটিকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন সময় গোপন সূত্রে জানতে পেরে, সিলেট জেলা থেকে ব্রাহ্মনবাড়িয়ার অভিমুখে ঢাকাগামী মহাসড়ক দিয়ে কয়েকজন ব্যক্তি নীল ও হলুদ রংয়ের ১টি বড় ট্রাক যোগে মাদকসহ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিশ্বরোড মায়ের দোয়া খাবার হোটেল এর সামনে চেকপোষ্ট স্থাপন করে রাত আনুমানিক ২২.১০ ঘটিকার সময় সিলেট থেকে ঢাকাগামী নীল ও হলুদ রংয়ের ১টি বড় ট্রাক আসতে দেখে সেটিকে থামার ইশারা দিলে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকের ভেতরে থাকা ৬ জন ব্যক্তি ট্রাক থামার পরে পালানোর চেষ্টাকালে ৫ জন ব্যক্তিকে আটক করা হয় এবং ১ জন দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে ট্রাকের ভিতর ২টি সাদা প্লাস্টিকের বস্তায় ফেনসিডিল রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে ট্রাকের ভিতর থেকে ২টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর সাদা পলিথিন দ্বারা আটকানো অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ খায়রুল ইসলাম (৪৫) ড্রাইভার, পিতা- আব্দুল হক, নয়াখোলা, কানাইঘাট, সিলেট, নাজমুল হাসান পান্না (২২), পিতা- মানিক মিয়া, দারাবড়, গোলাপগঞ্জ, সিলেট, মোঃ মকলিছুর রহমান (২৮), পিতা- আকবর আলী, শিমুলতলা নোয়াগাঁও, কোম্পানীগঞ্জ, সিলেট, মোঃ সুহেব হোসেন (২০), পিতা- মৃত আসমান আলী, তেলিখাল, কোম্পানীগঞ্জ, সিলেট এবং মোঃ হায়দার আলী (৪০), পিতা- মোতালেব মিয়া, ভোলাগঞ্জ কালাসাদক, কোম্পানীগঞ্জ, সিলেট।
সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।