সাইদুল মোস্তাক জুয়েলঃ
মানসম্মত ও সৃজনশীল শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাশরুম স্থাপন করা হবে।
এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার ওই বিদ্যালয় গুলোর কর্তৃপক্ষের হাতে প্রজেক্টর, ল্যাপটপ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও মাইক্রোফোন বিতরণ করা হয়েছে। একই সাথে বিদ্যালয় গুলোতে খেলাধুলার সামগ্রী দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভ‚ঁইয়া।
এ সময় উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার হক চৌধুরী, উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ইমরান ভ‚ইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভ‚ঁইয়া জানান, মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের বাইরে চিত্র, অডিও ও ভিডিওর সাহায্যে সহজে বিষয়বস্ত বুঝতে পারবে।