রিয়াসাদ আজিম, সৌদি আরব থেকেঃ
সৌদি আবের রিয়াদস্থ সরাইল সোসাইটির পক্ষ থেকে দুইজনকে ৫১ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় আহত মোঃ মুছা মিয়াকে নগদ ৩১ হাজার টাকা এবং কিডনি রোগে আক্রান্ত উপজেলার কোট্টা পাড়া এলাকার মোঃ জলিল মিয়াকে ২০ হাজার টাকা ৫১ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে রিয়াদস্থ সরাইল সোসাইটির উপদেষ্টা মোঃ দেওয়ান উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির মিয়া তাদের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেন।
রিয়াদস্থ সরাইল সোসাইটির সিনিয়র সহ সভাপতি সুজন খাদেম বলেন, আমরা সরাইলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এই দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি রিয়াদস্থ সরাইল সোসাইটির সকল সদস্যের জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।