দৈনিক সংকেত ডেস্কঃ
১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও সাবেক সহ-দপ্তর সম্পাদক, ছাত্রনেতা মোহাম্মদ ইয়াছিন আহামেদ রাজ
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ছাত্রনেতা মোহাম্মদ ইয়াছিন আহামেদ রাজ বলেন,” গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের স্লোগানকে ধারণ করে ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা শুরু হয়। দলটি কয়েক মেয়াদে সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে।বিগত ২০০৮ সালের পর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আমি সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করেছে।হত্যা, ঘুম,লুটপাট করেছে।সর্বোপরি ২০২৪ সালের ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা পদত্যাগ করেন এবং আওয়ামী শাসনের অবসান ঘটে।দীর্ঘ ১৬ বছরের দুঃসময়ে যারা বিএনপিকে ছেড়ে যায়নি,নানা অবিচার অত্যাচার সহ্য করেছে আজকের নতুন বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকীর স্বাদ ভোগ করবে নির্যাতিত নিপিড়ীত নেতাকর্মী।

তবে স্বৈরাচারী হাসিনার মতো ক্ষমতালোভী ও অন্যায় শাসন প্রতিষ্ঠা থেকে দূরে থাকতে নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্যও আহবান জানান।
এছাড়াও তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।