ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  রাজনীতি

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাইদুল মোস্তাক জুয়েলঃ 
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার  বেলা ১১টার দিকে জেলা পরিষদ চত্বরে দলীয় নেতা-কর্মীরা সমবেত হন। সেখানে  প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি  প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এ.বি.এম. মুমিনুল হক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনার মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তীতে জাতির রাজনৈতিক সংকটময় সময়ে তিনি দেশকে নেতৃত্ব দেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গণ মানুষের আশা-আকাঙ্খাকে সংগঠিত করেন।
তারা আরো বলেন, বিএনপি বিগত ৪৭ বছর ধরে গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।