মো. ফখরুদ্দিনঃ
অজ্ঞাতনামা ও বেওয়ারিশ লাশ দাফনের মহৎ ও মানবিক কাজে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সাবেক সভাপতি মাওলানা মো. রাকিবুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক কাজী আরমান আদনানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় শহরের কুমারশিল মোড়স্থ ক্যাফে হাসানে এক আয়োজনের মাধ্যমে তাঁদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আরমান হাবিব।
ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন বলেন, “গত এক বছরে সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী আরমান আদনান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্ব পালন করেছেন। তাঁদের এই অবদানই আজকের সম্মাননার ভিত্তি। ভবিষ্যতেও যারা নিঃস্বার্থভাবে এই মহৎ কাজে অংশ নেবেন, তাঁদের নেতৃত্বেই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আমাদের কাজের উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি, এখানে কোনো রাজনৈতিক তোষামোদ, চাটুকারিতা কিংবা প্রভাব বিস্তারের স্থান নেই।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের নিজস্ব অর্থায়নেই বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রম পরিচালিত হয়। শিগগিরই বেওয়ারিশ লাশের কবরস্থান সংস্কার করা হবে এবং এজন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, গত পাঁচ বছরে বিশেষ করে গত এক বছরে সংগঠনটির নেতৃত্বে ২২২টি বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন হয়েছে। গত বছরের ২৫ আগস্ট (২০২৪) মাওলানা রাকিবুল ইসলামকে সভাপতি ও কাজী আরমান আদনানকে সাধারণ সম্পাদক করে ৭৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এক বছরের মেয়াদ শেষে চলতি বছরের ২৫ আগস্ট (২০২৫) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী বছর (২০২৬) নতুন আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। তবে নতুন কমিটিতে স্থান পাবেন কেবল তাঁরাই, যারা নিয়মিতভাবে বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।