মোঃ কেফায়েত উল্লাহ শরীফঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২ বছরের শিশু ময়না হত্যা মামলার আসামি হোসেন মিয়া-(৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হোসেন মিয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের রহমত আলীর ছেলে।
মঙ্গলবার বিকেলে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্তি পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনাকে কেন্দ্র করে বরের পক্ষের সাথে এলাকার লোকজনের তর্ক-বিতর্ক হয়। পরে তর্ক-বিতের্কর এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ মারামারি হয়।
পরে একই দিনে রাত সাড়ে ৭ টার দিকে ময়না পরিবারের কাছে মনিপুর বন্দর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আগে থেকে উৎপেতে থাকা হোসেন মিয়া ও তার সহযোগীরা ১২ বছর বয়সি শিশু ময়নাকে এলোপাথারি মারধোর করে। একপর্যায়ে হোসেন ময়নাকে বল্লম দিয়ে বুকের বাম পাশে গুরুতর আঘাত করে। পরে ময়নার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার ময়নার মা বাদী হয়ে জেলার বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরে র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে ময়না হত্যা মামলার ১নং এজহারনামীয় আসামি হোসেনকে গ্রেপ্তার করা হয়।তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে