ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  লাইফ স্টাইল

যে নারী ছিলো স্বপ্নের মতো, তাকেই কেন একদিন ছেড়ে যান পুরুষটি

 দৈনিক সংকেত ডেস্কঃ 
প্রেমের শুরুটা যেন এক মায়ার জগৎ। একজন পুরুষ যখন কোনো নারীকে ভালোবাসেন, তখন তাকে মনে হয় পৃথিবীর সবচেয়ে আপন, সবচেয়ে কাঙ্ক্ষিত। তার হাসি, চোখের চাহনি, কণ্ঠের সুর.সবকিছুতেই যেন জাদু লুকিয়ে থাকে। সেই নারী হয়ে ওঠেন “সখের নারী.স্বপ্নের মতো, ছোঁয়ার আগেই মন ভরে ওঠে।
কিন্তু তবুও, সময়ের সাথে অনেক সম্পর্কেই দেখা যায় এক নির্মম মোড়। সেই সখের নারীকে একদিন হয়তো ছেড়ে চলে যান পুরুষটি। মন ভাঙে নারীর, প্রশ্ন জাগে. আমি কি কিছু ভুল করলাম? আমি তো তাকে ভালোবাসতাম, সব দিতাম! তাহলে কেন?
এই “কেন” এর উত্তর খুঁজতে হলে প্রেমের উজ্জ্বল মুখের পেছনের ছায়াগুলো বুঝতে হবে।
ভালোবাসা মানেই সবসময় সুখ আর হাসি নয়। এটি একসঙ্গে পথচলার একটা বোঝাপড়া, যার ভেতরে আছে অনেক দায়িত্ব, মানিয়ে চলা, স্বাধীনতা দেওয়ার সাহস এবং একে অপরের ভেতর আশ্রয় খোঁজার ইচ্ছা। কিন্তু যখন এই জায়গাগুলো ভেঙে যেতে শুরু করে, তখনই সম্পর্কের ভিত কেঁপে ওঠে।
অনেক সময় নারী অজান্তেই এমন আচরণ করতে থাকেন, যা প্রেম নয়, বরং একপ্রকার নিয়ন্ত্রণের রূপ নেয়। প্রতিটি কাজে অনুমতি চাওয়া, সঙ্গীর ব্যক্তিগত সময়কে প্রশ্নবিদ্ধ করা, মোবাইল ঘেঁটে দেখা, কথায় কথায় সন্দেহ. এসব ধীরে ধীরে প্রেমকে দমবন্ধ করে তোলে। ভালোবাসা আর তখন প্রেম নয়, হয়ে ওঠে একধরনের শ্বাসরুদ্ধ বন্ধন।
একজন পুরুষের কাছেও সম্মান খুব প্রয়োজনীয়। সে যদি তার সঙ্গীর কাছেই বারবার তিরস্কৃত হয়, অপমানিত বোধ করে, কিংবা অনুভব করে যে তার ভুলগুলো বড় করে দেখা হচ্ছে অথচ প্রাপ্তিগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে. তাহলে একসময় তার ভেতরের ভালোবাসাটাই হারিয়ে যেতে থাকে। একটা সম্পর্ক তখন আর ঘর হয়ে থাকে না, হয়ে ওঠে এক চাপের জায়গা, যেখানে সে নিজেকে ক্রমেই হারাতে থাকে।
সবশেষে, একটা বিষয় সবকিছুকে ছাড়িয়ে যায়.পুরুষের মানসিক শান্তি। সে যদি নিজের ভেতরের কষ্টগুলো ভাগ করে নিতে না পারে, যদি নারীর কাছে সে শুধু দোষ শোনে, কিন্তু সমর্থন না পায়, তাহলে সে নিজের ভালোবাসার মানুষটিকেই এড়িয়ে চলতে শুরু করে। কারণ, সম্পর্ক তো হওয়া উচিত একটুখানি আশ্রয়, একটুখানি শান্তির ঘর। যদি সেটি না মেলে, তাহলে মানুষ ফিরে যায় নিজের নিঃসঙ্গ ঘরে।
রূপ ফুরিয়ে যায়, শরীর বদলায়, জীবন জটিল হয়। কিন্তু যে নারী বোঝে, শ্রদ্ধা দিতে জানে, পাশে দাঁড়াতে জানে, সেই নারীকেই পুরুষ আঁকড়ে ধরতে চায় সারাজীবন।
প্রেম মানে হাত ধরা নয় শুধু, বরং হাত না ধরলেও যেন একে অপরের পাশে থাকি. এই অনুভব। তাই সম্পর্ককে ভালোবাসুন বাস্তবতা দিয়ে, আবেগ দিয়ে, শ্রদ্ধা দিয়ে। তখন দেখবেন, ভালোবাসা কখনো হাত ছুটে যাবে না।