ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জালাল মিয়া (জালু) জেলার সদর উপজেলার সুলতানপুুর ইউপির হাবলাউচ্চ রাজবাড়ি এলাকার সাত্তার মিয়ার ছেলে। ঘটনাস্থলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, শুক্রবার রাত নয়টার দিকে বিয়াল্লিশর এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।