মোঃ ফখরুদ্দিনঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আবদুস সাত্তার ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
কলেজের শারীরিক শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধার সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া- আসনের বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন।
অনুষ্ঠানের শুরুতে কলেজ গেইটের নামফলক উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মোশারফ হোসাইন এবং ফিতা কেটে দোয়া পরিচালনা করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আহসান উদ্দিন খান শিপন।
অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎসাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, মিজানুর রহমান এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী হানিফ রহমান ইমন ও দ্বাদশ শ্রেণির রূপসা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব আল হাসান এবং গীতা পাঠ করেন বিক্রয় সূত্রধর। পরে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় নবাগত শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হয় এবং পুরো কলেজ ক্যাম্পাসে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি হয়।