মোঃ ফখরুদ্দিনঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষ্যে স্থানীয় মিস্ত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ২০২৫ খ্রি. সরাইল উপজেলা পরিষদ হলরুমে সরাইল জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকাল থেকে সরাইল উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩৯ নিউবওয়েল মিস্ত্রি দের কে নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভার্কের এরিয়া ম্যানেজার মো.তাবিবুর রহমানের সঞ্চালনায় ও সরাইল জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রুপক মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের দুইজন সম্মানিত সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম। তারা বলেন আর্সেনিক প্রাকৃতিক উপাদান হলেও মানুষের জীবনে এর উপস্থিতি এক ভয়ঙ্কর অভিশাপে পরিণত হয়েছে। ধূসর রঙের ভঙ্গুর ধাতব-সদৃশ এই মৌলটি একদিকে বিজ্ঞান ও প্রযুক্তির কিছু ক্ষেত্রে ব্যবহৃত হলেও অন্যদিকে এটি জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকির উৎস।
মানবসভ্যতার ইতিহাসে নানা সময়ে আর্সেনিককে ঘিরে রহস্য, কৌতূহল ও আতঙ্কের গল্প পাওয়া যায়। একসময় এটি বিষবিজ্ঞানের ভাষায় “রাজাদের বিষ” বা “রাজহত্যার হাতিয়ার” হিসেবে খ্যাত ছিল। আবার কখনো প্রাচীন চিকিৎসাবিদ্যার অংশ হিসেবেও এর ব্যবহার দেখা গেছে। কিন্তু আধুনিক যুগে বিশেষত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূগর্ভস্থ পানির সঙ্গে আর্সেনিক মিশে যাওয়ায় কোটি কোটি মানুষ আজ এক নীরব মৃত্যুর হুমকির মুখে। এই মৌলকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা কেবল একটি স্বাস্থ্য সমস্যা নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকটেরও প্রতিফলন।
উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক বিওবি ইউনিসেফ ইফতেখার আলম, উপজেলা ফ্যাসিলিটেড সাইফুল ইসলাম, সরল উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার, ভার্ক ইউনিয়ন সুপারভাইজার সিরাজুল ইসলাম। নলকূপ মিস্ত্রিদের দক্ষতা বৃদ্ধি ছাড়াও স্থানীয় জনসাধারণকে সচেতন করা এবং দক্ষ মিস্ত্রি দ্বারা নল খুব স্থাপন এবং প্রতিকূল পরিবেশে নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করুন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।