ঢাকা, বাংলাদেশ সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  লাইফ স্টাইল

দুঃখ লুকাতে পারা একটা শিল্প। কষ্ট লুকাতে পারা একটা আর্ট

দৈনিক সংকেত ডেস্কঃ 
যন্ত্রণা সহ্য করে সামনে হাঁটার ক্ষমতা একটা শিক্ষা। একটা অর্জন। সেটা হয় না হুট করেই চর্চায় আসে। ধীরে ধীরে গড়ে ওঠে।
সফলতার জন্য সাহস, শ্রম আর ধৈর্য লাগে এটা আমরা জানি।
কিন্তু তারচেয়েও বেশি সাহস লাগে ব্যর্থতার যন্ত্রণা গোপনে বয়ে বেড়ানোর জন্য।
অন্যের সামনে ভেঙে না পড়ার জন্য। মুখে হাসি ধরে রাখার জন্য।
আপনি হয়তো পাঁচ বছর ধরে কাঙ্ক্ষিত চাকরির জন্য রাতের পর রাত ঘুম হারিয়েছেন। অবশেষে যেদিন চাকরি পেলেন, সবাই বাহবা দিল। আপনার আনন্দে সবার অংশগ্রহণ ছিল।
কিন্তু ক’জন জানে আপনি কতটা হার মেনেছেন, আবার নিজেকে গড়ে তুলেছেন?
ক’জন জানে কতো অপমান হজম করেছেন, আত্মবিশ্বাস গড়েছেন, ক্লান্তিকে চাপা দিয়েছেন?
আপনার এই যাত্রাটা এটাই প্রকৃত সাফল্যের গল্প।
একটা সম্পর্ক টিকে থাকে কিভাবে?
পারফেক্ট পার্টনার পাওয়ার কারণে নয়।
টিকে থাকে কারণ, দু’জনেই কষ্ট হজম করতে জানে। ভুল বুঝলে পালানোর আগে বোঝার চেষ্টা করে।
টিকে থাকে কারণ, তারা দুঃখকে একা ফেলে দেয় না সাথে রাখে, আগলে রাখে।
একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের রহস্য হলো:
সেইসব কঠিন মুহূর্তকে মেকআপ করে স্বাভাবিকভাবে গ্রহণ করার ক্ষমতা।
এই দক্ষতাকেই বলে সেক্রিফাইস, আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল কমিটমেন্ট।
 ভালোবাসা থাকতে পারে অনেকের,
কিন্তু বুকভরা ত্যাগ, বোঝাপড়া সবার থাকে না।
সেখানেই সম্পর্ক টলে যায়। ছিঁড়ে যায়।
কন্টিনিউয়াস পারস্পরিক বিশ্বাস রাখা এটা অনেক কষ্টের।
আর এই কষ্টটা হজম করার নামই হলো শিল্প।
ভালোবাসাটা শিখতে হয় না। কিন্তু ভালোবাসা ধরে রাখার শিল্পটা শিখতে হয়।
দুজনকেই। প্রতিদিন।
দুঃখ লুকানো সাহসের পরিচয়। কিন্তু দুঃখকে বুকে ধারণ করে প্রতিদিন বাঁচার নাম আত্মাহুতি।
আমাদের শেখানো হয় না. কিভাবে কষ্ট গিলে ফেলা যায়.  অপমানকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া যায়। ভেতরের যুদ্ধ লুকিয়ে কীভাবে হাসিমুখে সামনে হাঁটা যায়। এই শিক্ষা না থাকাতেই আমরা হেরে যাই।
বিপদ, কষ্ট, ব্যর্থতা এইসবই জীবনের রিহার্সেল। এগুলোর মধ্যেই তৈরি হয় চরিত্র। গড়ে ওঠে মানুষ। তাই প্রতিটি কষ্টকে দেখুন শিল্পের চোখে। প্রতিটি দুঃখকে বানিয়ে ফেলুন আপনার সাফল্যের সিঁড়ি।
শেষ কথা:
সবাই দেখে আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন।
কিন্তু কেউ দেখে না আপনি কোথা থেকে উঠে এসেছেন।
সেই অদৃশ্য যুদ্ধগুলোর মধ্যেই লুকানো থাকে একজন মানুষের প্রকৃত সৌন্দর্য।