ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  রাজনীতি

৩১দফা ১৮ কোটি মানুষের মুক্তির সনদ: এড. এম এ মান্নান:

মোঃ ফখরুদ্দিনঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় উপজেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি ১৮ কোটি মানুষের মুক্তির সনদ।
নবীনগর উপজেলার রতনপুর হাই স্কুল মাঠে গত বৃহস্পতিবার দিনব্যাপী লিফলেট বিতরন শেষে রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ও-ই কথা বলেন।
এ্যাডভোকেট এম এ মান্নান বলেন, “বিএনপি থেকে যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি, তবে নবীনগরকে একটি আধুনিক নবীনগর হিসেবে রূপান্তরিত করব। এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও যোগ করেন, নবীনগরের মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সাকলাইন মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন,সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম, সদস্য সৈয়দ সাহান, পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউছার আলম, রতনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম নাফিজ মিঠু।
কর্মী সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ জাকারিয়া খসরু, যুবদল নেতা পারভেজ খান ও স্বেচ্ছাসেবক দল নেতা কাজী সবুজ।