ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

সুলতানা রাজিয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক গোলাম আজম-(৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে কসবা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া গোলাম আজম কসবা পৌরসভার শাহপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ও সাবেক পৌর মেয়র গোলাম হাক্কানীর ছোট ভাই।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উপকূল এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাওয়ার জন্য স্টেশনে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।