ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  শিক্ষাঙ্গন

যথাযোগ্য মর্যাদায় সরাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

 মোঃ ফখরুদ্দিনঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় উপজেলা প্রশাসন সরাইল উদ্যেগে উপজেলা  মাধ্যমিক শিক্ষা  অফিস সরাইল এ-র সহযোগিতায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ (৫ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলা বিভিন্ন কলেজ ও বিদ্যালয় থেকে আগত সকল শিক্ষকদের কে নিয়ে  ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ স্লোগান কে সামনে নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে পবিত্র  কুরআন থেকে তেলোয়াত  করেন হযরত মুফতি মাওলানা আমান উল্লাহ।
 মো: আনোয়ার হোসেন স্বাগত বক্তব্যের মাধ্যমে  শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সরাইল প্রেস ক্লাবের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি  মোহাম্মদ আলী মাস্টার এর সঞ্চালনায় এবং সরাইল সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ মৃধা আহমেদুল কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার  মো: মোশাররফ হোসাইন, নওশাদ মাহমুদ, উপজেলা প্রাথমিক  শিক্ষা  অফিসার সরাইল, ডা. মনসুর আহমেদ, প্রাণীসম্পদ অধিদপ্তর সরাইল, ইকবাল হোসেন মৃধা, অধ্যক্ষ, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ, ইতি আক্তার, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারবাইজার  সরাইল,  আরোবক্তব্য রাখেন শামসুন্নাহার, প্রধান শিক্ষক, উচালিয়াপাড়া স প্রা বিদ্যালয় শেখ নুরুন্নাহার, কুট্টাপাড়া, প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, প্রভাষক শহিদুল ইসলাম, সরাইল সরকারি  ডিগ্রি কলেজের, অবিনাশ চন্দ্র দেব, প্রধান শিক্ষক  শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়, আতিকুর রহমান বাদল, সহকারী প্রধান শিক্ষক কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়, নাছির উদ্দীন সহকারী প্রধান শিক্ষক অরুয়াইল বহু মুখী উচ্চ বিদ্যালয়, জয়ধর কান্দি আলিম উদ্দিন নিম্ন মাধ্যমিক  উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: রফিক, গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ, সহকারী শিক্ষক,
সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়,  মাওলানা ফরাস উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, মো তাসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক  রিপোর্টাস ইউনিট সরাইল, মোহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাখা, মো: রুবেল, প্রভাষক, সরাইল মহিলা কলেজ, মো: হাদিস মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক, সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়, মো, আরিফুল রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), চুন্টা এসি আই একাডেমিক, মো: শরিফ উদ্দিন, সরাইল উপজেলা প্রেসক্লাব,মশিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক, আবুল কালাম,সহাকারী অধ্যাপক, সরাইল সরকারি  ডিগ্রি কলেজ, আবু আক্কাস হায়দার, সুপার,সরাইল রাহমাতুল্লিল আলামিন মাদ্রাসা, উত্তম ঘোষ, প্রধান শিক্ষক, অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেব ব্রত দাস, প্রধান শিক্ষক, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, মো: রফিকুল ইসলাম মানিক,প্রধান শিক্ষক, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়,  এছাড়া  সরাইল উপজেলা বিভিন্ন কলেজ ও বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সাংবাদিক উপস্থিতি ছিলেন।