ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ) এর আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন আবেশের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন সগির আহমেদ (অব.)। সভাপতি তাঁর লিখিত বক্তব্যে বলেন, “অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার গৌরব ও ঐতিহ্যের প্রতীক। গত দেড়শত বছরেরও বেশি সময় ধরে এই বিদ্যালয় নীরবে জাতি গঠনের যে অবদান রেখে চলেছে, তা সত্যিই অনন্য। এই বিদ্যালয়ের গৌরব শুধু প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর। তিনি জানান, দেড়শত বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ছিলো—মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জনসাধারণের জন্য উন্মুক্ত লাইব্রেরি বা ‘পুঁথিশালা’ উদ্বোধন, রচনা প্রতিযোগিতা জাতীয় পর্যায়ের সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতা “তিতাস বিতর্ক উৎসব ২০২৫”, বিভিন্ন খেলাধুলার আয়োজন। সবশেষে আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রদের বিশাল সমাবেশের মধ্য দিয়ে দেড়শত বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অন্নদা প্রসাদ রায়ের পরিবার ও উত্তরসূরিদের সাথেও ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে, তারা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন আবেশের সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন, আন্তর্জাতিক সম্পাদক ডক্টর মাতিন আহমেদ প্রমূখ।