ঢাকা, বাংলাদেশ সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  জাতীয়

সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

মোঃ ফখরুদ্দিনঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা  চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচী। রোববার (১৪ অক্টোবর) সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। এ সময় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার মো: নিজাম উদ্দিন ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  মো. আনোয়ার হোসেন মাস্টার সহ টিকাদান কর্মসূচীতে সংশ্লিষ্ট অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,  মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীতে উপজেলার ২১৬টি কেন্দ্রে পর্যায়ক্রমে চল্মান থাকবে  টিকাদান কর্মসূচি ।  ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু, কিশোর ও কিশোরীদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
 সরাইল উপজেলায় টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৮ হাজার ৭শত ৫৪ জন।  উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়, ১৪০টি কিন্ডারগার্টেন এবং ১৩২ টি মাদ্রাসায় পর্যায়ক্রমে এ টিকা প্রদান হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮১ জনের সম্মিলিত একটি দল একাধিক উপদলে বিভক্ত হয়ে মাসব্যাপী ২১৬ টি কেন্দ্রে ধারাবাহিক ভাবে এই টাইফয়েড টিকা প্রদানের কাজ বাস্তবায়ন করছে।