সাইদুল মোস্তাক জুয়েলঃ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক মানববন্ধন কর্মসূচী করেছে জেলা জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লােবের সামনে স্ব স্ব ব্যানারে দলীয় নেতাকর্মীরা পৃথকভাবে এই মানববন্ধন করেন।
জেলা জামায়াতে ইসলামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলা জামায়াতে ইসলামের আমির মোবারক হোসাইন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক মোঃ রোকন উদ্দিন প্রমূখ।
এদিকে, জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা। এতে সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারী গাজী নিয়াজুল করিম, সাংগঠনিক সম্পাদক মুফতী আশরাফুল ইসলাম বিলাল, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক এম আবু হানিফ নোমান প্রমূখ।
এ সময় বক্তারা, বিচার, সংস্কারের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবী জানান।